রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

বর্ণাঢ্য আয়োজনে শিক্ষা স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত


প্রকাশিত:
৭ মার্চ ২০২১ ০২:৩৪

আপডেট:
৩ মে ২০২৪ ২০:২৬

ছবি প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনে শিক্ষা স্কুলে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। শনিবার সকাল ১০ টায় পিঠা উৎসবের উদ্বোধন করেন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মো. গোলাম মাওলা।

শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন কবি, কলামিস্ট, শিশু মনোবিজ্ঞানী ও বেতার ব্যক্তিত্ব ড. রুমি শাইলা শারমিন। আরও উপস্থিত ছিলেন, মো. মেরাজুল আলম, সহ-সভাপতি, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, রাজশাহী, শিক্ষা স্কুল পরিচালনা পর্ষদ সদস্য মো. শাহাদত হোসেন, মো. খোরশেদ আলম শাহ, মো. মাহাতাব আলী, রাজশাহী প্রেসক্লাব সভাপতি মো. সাইদুর রহমান, দৈনিক জনকণ্ঠ রাজশাহী ব্যুরো চীফ মামুন-অর-রশিদ, রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু, সাংবাদিক হাবিব আহমেদ, গ্রীনফিল্ড স্কুলের পরিচালক, ব্লুমিং রোজ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, মো. এমদাদুল হক, হড়গ্রাম ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ।

পিঠা উৎসবে ১৩ টি স্টলে ৬৫ রকমের পিঠার আমদানী ছিল। এছাড়া ‘বই বিতান’ এর একটি বইয়ের স্টল ও রন্ধন শিল্পী জাহিদ হাসানের ফলমূলের স্টল ‘ফল সমাচার’। বেলা ১ টায় চলতি বছরের পিঠা উৎসবের সমাপ্তি ঘটে।

এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ ইব্রাহীম হোসেন জানান, পুলিশ প্রশাসনের অনুমতিক্রমে স্বাস্থ্যবিধি মেনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এজন্য, প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। রাজশাহীর গণমাধ্যমের যারা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইলো। আমরা আশা করছি, খুব দ্রুত আমরা হয়তো শ্রেণিকক্ষে ফিরতে পারবো। তখন আরও বেশি বেশি অনুষ্ঠান করা সম্ভব হবে ইনশাআল্লাহ।

আরপি/ এসআই- ১৩

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top