আড়ানী পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

জাহিদ হোসেন মাষ্টারকে আহ্বায়ক ও সুজাত আহম্মেদ তুফানকে যুগ্ম-আহবায়ক করে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য সচিব হয়েছেন কাউন্সিলর রবিউল ইসলাম।
গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ৪৭ সদস্য বিশিষ্ট এ কমিটি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল এবং সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকারের স্বাক্ষরিত দলীয় প্যাড়ে অনুমোদন দেন।
এবিষয়ে যুগ্ম-আহবায়ক সুজাত আহম্মেদ তুফান বলেন,দল আমাকে বিবেচনা করে এ পদে নির্বাচিত করেছে। এ দূর্দিনে বিএনপির মতো একটি বড় সংগঠনকে নেতৃত্ব দিয়ে ঠিক রাখতে পেরেছি। আমি সকলের সহযোগিতা নিয়ে সঠিক নের্তৃত্ব দেয়ার চেষ্টা করবো।
আহ্বায়ক জাহিদ হোসেন মাষ্টার বলেন, আহবায়ক কমিটির আগে আমি সাধারণ সম্পাদক ছিলাম। পূনরায় দল আমাকে আহ্বায়ক নির্বাচিত করেছে। ফলে আমি সকলের পরামর্শে দলের নেতৃত্ব দেয়ার চেষ্টা করি। তাই পূনরায় আমাকে আহ্বায়ক নির্বাচিত করেছে।
আরপি/আআ
বিষয়: বিএনপি আহ্বায়ক কমিটি বাঘা উপজেলা আড়ানী পৌর
আপনার মূল্যবান মতামত দিন: