রাজশাহী মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৪, ৩রা আশ্বিন ১৪৩১

প্রকাশ্যেই চলছে বড়াল নদী দখল উৎসব


প্রকাশিত:
৭ মার্চ ২০২১ ০০:৩৬

আপডেট:
১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪৪

নদী দখল করে নির্মান করা হয়েছে প্রশস্ত রাস্তা

রাজশাহীর চারঘাট স্লুইস গেট সংলগ্ন এলাকায় বড়াল নদী দখল করে একের পর এক স্থাপনা নির্মান করছে চারঘাট পৌর কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কোনো ধরনের বন্দোবস্ত কিংবা অনুমতি ছাড়াই এসব স্থাপনা নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছে পাউবো। তবে এ ব্যাপারে নিশ্চুপ প্রশাসন।

পরিবেশবাদী সংগঠনগুলো সারা দেশের নদীর মুক্ত প্রবাহ ঠিক রাখতে নানা কর্মসূচি পালন করছে প্রতিনিয়ত।

কিন্তু থেমে নেই পরিবেশের স্বাভাবিক রূপ ধ্বংসকারী এক শ্রেণীর অসাধু মানুষ ও প্রতিষ্ঠান। অবৈধ দখলদারদের কারণে বড়াল নদী পানিশূন্য হয়ে গেলেও দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।ফলে বিলুপ্ত হচ্ছে নদী ও এর আশপাশের জীববৈচিত্র্য।

বাঁধ আর সুইস গেটের কারণে এমনিতেই হুমকির মুখে এখানকার জীববৈচিত্র্য ও পরিবেশ। তার ওপর নতুন করে এই দখল উৎসব নদীকে পরিকল্পিতভাবে মেরে ফেলারই একটি অংশ মনে করছেন সাধারণ মানুষ। নদী মুক্ত করার সরকারি ঘোষণার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন না তারা।

সরেজমিনে দেখা যায, চারঘাট শ্রমিক ইউনিয়ন সমিতির পেছনে বড়াল নদী ভরাট করে প্রায় ১৮ লক্ষ টাকা ব্যায়ে আরসিসি পিলারের ওপর পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে। নদী উত্তর পাশে দখল করে নির্মান করা হয়েছে প্রশস্ত রাস্তা।

এদিক চারঘাট বাজারে নির্মানধীন কিচেন মার্কেটের পাশে বড়াল নদী ভরাট করে কিচেন মার্কেটের আরো একটি টয়লেট নির্মান শুরু হয়েছে। প্রকাশ্যে রাত দিন সমানতালে চলছে বড়াল দখলের উৎসব। নদী ভরাট করে এভাবেই নতুন নতুন স্থাপনা নির্মান করে চলেছে চারঘাট পৌর কতৃপক্ষ।

চারঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বড়াল রক্ষা আন্দোলনের অন্যতম সদস্য মুহাম্মদ কামরুজ্জামান জানান, নদীর দখল প্রক্রিয়া অব্যাহত রয়েছে। খেয়াল-খুশি মতো দখল করছে দখলকারীরা। আমরা চেষ্টা করছি বড়ালকে অবমুক্ত করার। দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

চারঘাট উপজেলা বড়াল রক্ষা আন্দোলন কমিটির সভাপতি সাইফুল ইসলাম বাদশা বলেন, পৌর কতৃপক্ষ বড়াল নদীকে গিলে খাচ্ছে। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে নদী দখল করে একের পর এক স্থাপনা নির্মান করছে। নদী দখলকারীদের কাছে আমরা অসহায়।

তিনি বলেন, বড়াল অবমুক্তের কাজ করতে গেলে আমাদের পদে পদে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। নদী দখলকারী ঠিকাদার প্রতিষ্ঠান হুমকি ধামকি দিয়ে নানা ভাবে হয়রানি করছে। যার কারণে নদী মুক্ত করা সম্ভব হচ্ছে না। বড়ালকে অবমুক্ত করা না গেলে চারঘাটের মানুষ সবদিক থেকেই হুমকির মুখে পড়বে।

পাউবোর কাছে থেকে অনুমতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে চারঘাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম বলেন, অনুমতি নেওয়া হয়নি। অনুমতি ছাড়াই জনস্বার্থে এসকল স্থাপনা নির্মান করা হচ্ছে। এজন্য সবাইকে একটু ছাড় দিয়ে কাজগুলো ঠিকমত শেষ করতে হবে।

জানতে চাইলে পাউবোর নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান বলেন, 'চারঘাট পর্যন্ত বড়াল নদীর পরিচালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে নাটোর পাউবো। পাউবোর কাছ থেকে ওই জমির কোনো বন্দোবস্ত নেয়া হয়নি। তাছাড়া নদী দখল করে ভবন নির্মাণের জন্য পাউবোর অনুমতি নেই। বরং দখলমুক্ত করার নির্দেশনা রয়েছে। যদি এটা কেউ করে থাকে, তবে তা সম্পূর্ণ অবৈধ। এ ব্যাপারে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আরপি/ এসআই-৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top