রাজশাহী রবিবার, ৬ই এপ্রিল ২০২৫, ২৩শে চৈত্র ১৪৩১

সরকারি ছুটি

রাামেক হাসপাতালের চিকিৎসক-নার্সদের ছুটি বাতিল


প্রকাশিত:
১০ আগস্ট ২০১৯ ০১:০৬

আপডেট:
১০ আগস্ট ২০১৯ ০১:১৬

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নার্সদের ছুটি বাতিল

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নার্সদের ছুটি বাতিল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকল চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে অন্যান্য বিভাগের কর্মীদের এবার ঈদুল আজহার ছুটি নেয়ার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে। বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন  হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ইসলাম ফেরদৌস।

তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকল চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। এর পাশাপাশি ঈদকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে। ঈদে যাতে কোন রোগীকে ভোগান্তিতে না পড়তে হয় সে জন্য আগাম সকল ওষুধ ও সব ধরনের টেস্টের উপকরণ পর্যাপ্ত পরিমানে মজুদ রাখা হয়েছে।

এদিকে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগির সংখা। গত ২৪ ঘন্টায় রামেকে ভর্তি হয়েছে ২৬ জন, জিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন, হাসপাতালে ভর্তি আছে ৯৮ জন, এখন পর্যন্ত রামেক হাসপাতালে মোট ২৪৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫০ জন। মোট তিনটি ওয়ার্ডে ভর্তি আছেন রোগীরা । এর পরও তাদের জায়গা সংকুলান হচ্ছে না।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top