মহাসড়কে থ্রি হুইলার বন্ধে তৎপর হাইওয়ে পুলিশ

হাইওয়ে পুলিশ হলো হাইওয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাংলাদেশ পুলিশের একটি ইউনিট। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়ক শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা-প্রটোকলসহ অনেক দায়িত্ব পালন করে।
তারই ধারাবাহিকতায় পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান তার সহকর্মী দের নিয়ে অক্লান্ত পরিশ্রমের করে যাচ্ছেন সড়ক দুর্ঘটনা এবং মহাসড়কের বিভিন্ন অপকর্ম নিরসন করার জন্য।
রাজশাহী নাটোর মহাসড়ক অনেকটা যানজট পূর্ণ রাস্তা থ্রি-হুইলারের জন্য অলাদা লেন না থাকায় এলাকার সাধারণ গরীব কৃষক পন্য পরিবহনে বিপাকে পরেছেন। মহাসড়কের ২পার্শ্বে ৪ টি উপজেলার সাধারণ প্রান্তিক কৃষকদের কৃষি পণ্য বাজারে নিয়ে আসার মহাসড়ক ব্যতীত নাই কোন বিকল্প পার্শ্ব লেন।ফলে কৃষকের পণ্য পরিবহনে বিঘ্ন ঘটে ।
এলাকাকাসীর দাবী অতি দ্রুত থ্রী হুইলারের জন্য পার্শ্ব রাস্তার ব্যাবস্থা করা গেলে তবেই মহাসড়ক হতে কমানো সম্ভব দুর্ঘটনা। পবা হাইওয়ে থানার অফিসার ইন-চার্জ লুৎফর রহমান বলেন, সড়ক নিরাপত্তার স্বার্থে মহাসড়ক থেকে ধীরগতির থ্রি-হুইলারের চলাচল বন্ধের বিকল্প নেই।
তিনি আরো বলেন, ফিটনেসবিহীন যানবাহন, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো অবৈধ ড্রাইভিং লাইসেন্স জব্দসহ ভুয়া লাইসেন্সধারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা সচেষ্ট ভূমিকা পালন করছি। আমরা চাই, সবাই দেশের প্রচলিত আইন মেনে চলুক।
যদি মহাসড়কে ধীরগতির যানবাহন ও থ্রি-হুইলার না চলার সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সড়ক দুর্ঘটনা ২৫-৩০ শতাংশ কমে আসবে বলেও জানান তিনি। কথার শেষে কাজ বাস্তবায়নে সমস্ত শ্রেণি-পেশার মানুষের সাহায্য কামনা করেন ওসি।
আরপি/ এসআই-২
আপনার মূল্যবান মতামত দিন: