নবাগত ইউএনও’র সাথে বাঘা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

ছবি: মতবিনিময় সভা
রাজশাহীর বাঘা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও পাপিয়া সুলতানার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ইউএনও কে প্রেসক্লাবের সাংবাদিকরা ফুলের তোড়া দিয়ে অভিনন্দিত করেন। আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা। সাধারণ সম্পাদক নুরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি গোলাম তোফাজ্জল কবীর মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল হক আমান, সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, সমাজ কল্যান ও মানবাধিকার সম্পাদক আকতার রহমান।
এসময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক লালন উদ্দিন, সদস্য আব্দুল হামিদ মিঞা, আবদুল কাদির নাহিদ, শাহানুর আলম বাবু, জহুরুল ইসলাম, দোয়েল হোসেন, প্রিন্স ভূইয়া, সুব্রত কুমার, মোস্তাফিজুর রহমান, আব্দুর সালাম, আরিফ হোসেন প্রমুখ।
পরে নবাগত ইউএনও পাপিয়া সুলতানার সভাপতিত্বে সকাল ১১টায় ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক। দিবসটি পালনে রচনা প্রতিযোগিতার পাশাপাশি ইউনিয়ন পরিষদ ও শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানোর উপরে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়।
আরপি/এসআর-০৩
বিষয়: মতবিনিময় ইউএনও প্রেসক্লাব
আপনার মূল্যবান মতামত দিন: