রাজশাহী সোমবার, ১২ই জানুয়ারী ২০২৬, ৩০শে পৌষ ১৪৩২

রাজশাহীতে জাতীয় ভোটার দিবস পালিত


প্রকাশিত:
২ মার্চ ২০২১ ২৩:২১

আপডেট:
১২ জানুয়ারী ২০২৬ ১১:১৭

ছবি প্রতিনিধি

রাজশাহীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবদুল জলিল, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে নতুন ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। এছাড়া জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল সেবা দেয়া হয়। আঞ্চলিক নির্বাচন কার্যলয়, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যলায় ও নগরীর দুই থানা নির্বাচন অফিস একত্রে এসব আয়োজন করে। পাশাপাশি রাজশাহীর ৯টি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আলাদা ভাবে দিবসটি উদযাপন করা হয়।

আরপি/ এসআই-৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top