রাজশাহী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ


প্রকাশিত:
১ মার্চ ২০২১ ২২:২১

আপডেট:
২৩ এপ্রিল ২০২৪ ২৩:৪৯

ছবি প্রতিনিধি

রাজশাহীতে ঘোষণা ছাড়াই বন্ধ হয়ে গেছে আন্তজেলা রুটের বাস চলাচল। আগামী ২ মার্চ রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ। বিএনপি অভিযোগ-এই সমাবেশে লোক সমাগম ঠেকাতে বাস বন্ধ করে দিয়েছে পরিবহণ শ্রমিকরা।

জানা গেছে, সকাল থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল বন্ধ। ঘোষণা ছাড়িই বাস বন্ধ হয়ে যাওয়ায় পথে নেমে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সকাল থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে বাসকাউন্টারে যাত্রীদের দাঁড়িয়ে থােকতে দেখা গেছে। বাধ্য হয়ে কেউ কেউ বিকল্প যানে পাড়ি দিয়েছেন গন্তব্যে।

সাবেক সিটি মেয়র ও রাজশাহী নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল জানান, এখন পর্যন্ত আমাদের বিভাগীয় সমাবেশের জায়গা দেয়া হয়নি। তার উপর বাস বন্ধ রাখা হয়েছে। বিএনপির বিভাগীয় সমাবেশে ব্যাপক জনসমাগম হবে। জনস্রোত ঠেকাতেই এ কাণ্ড ঘটানো হয়েছে।

তবে বিষয়টি তেমন নয় বলে জানিয়েছেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী। তিনি বলেন, বগুড়ায় এক পরিবহণ শ্রমিককে মারধর করা হয়েছে। এর প্রতিবাদ জড়িতদের গ্রেফতারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি পালিত হচ্ছে।

আরপি/ এসআই-২



আপনার মূল্যবান মতামত দিন:

Top