বাঘায় উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বদলিজনিত বিদায় পাককালে তাকে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান প্রধানদের পক্ষ থেকে দেয়া হচ্ছে বিদায় সংবর্ধনা।
শনিবার দুপুরে স্থানীয় বাঘা প্রেস ক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে সিক্ত করা হয়। দেয়া হয়-বিদায় সংবর্ধনা। এই বিদায় সংবর্ধনায় সভাপত্বি করেন বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা। প্রধান অতিথি ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামানের সঞ্চলনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি গোলাম তোফাজ্জল কবীর মিলন,যুগ্ম সম্পাদক আমানুল হক আমান,সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, অর্থ সম্পাদক লালন উদ্দিন ,সদস্য আখতার রহমান ও শাহানুর রহমান বাবু প্রমুখ। উপস্থিত ছিলেন,আব্দুল হামিদ,জহুরুল ইসলাম, দোয়েল, নাহিদ কাদের, প্রিন্স ভূইয়া,সুব্রত কুমার, মোস্তফিজুর রহমান,আব্দুর সালামও আরিফ।
আরপি/ এসআই-১০
আপনার মূল্যবান মতামত দিন: