কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া ৩৭০ ধারা রোহিতের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

বিক্ষোভ মিছিল
সম্প্রতি কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে ভারত। এতে নানা সুযোগ-সুবিধা বঞ্চিত হলো কাশ্মীরের অধিবাসীরা। এনিয়ে সেখানে ব্যাপক সংখ্যক সেনা মোতায়েন করেছে ভারত। এতে মুসলিম বিশ্ব নিন্দা জানিয়েছে। এর প্রতিবাদে রাজশাহীতেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলনের ব্যানারে কয়েক হাজার মুসল্লি শুক্রবার জুমার নামাজ শেষে রাজশাহী নগরীর জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। এরপর মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল থেকে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া সংবিধানের ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদ জানানো হয়।
এসময় কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।
বিক্ষোভে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলনের রাজশাহী জেলা সভাপতি তাজুল ইসলাম খান, সেক্রেটারি হাফিজুর রহমান ও দলটির রাজশাহী মহানগর সভাপতি শফিকুল ইসলাম।
পুলিশের ব্যাপক নিরাপত্তা বলয়ের মধ্যে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মুসলমান অংশ নেয়। মিছিলে ভারতবিরোধী বিভিন্ন শ্লোগান সংবলিত প্ল্যাকার্ডও প্রদর্শন করা হয়।
সোমবার (৫ আগস্ট) সংবিধান থেকে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে ভারত। দেশটির নিম্ন কক্ষ লোকসভায় এ বিষয়ে বিল পাশের পর উচ্চকক্ষ রাজ্যসভায়ও বিলটি পাশ হয়। তখন থেকেই কাশ্মীরে ইন্টারনেট, মোবাইল সেবাসহ নানা সেবা বন্ধ রয়েছে। অন্যদিকে মজুতকৃত সেনাবাহিনীর হাতে এরই মধ্যে সেখানকার অন্তত ৫০০ নাগরিককে আটকের খবর পাওয়া গেছে।
আরপি/এসআর
আপনার মূল্যবান মতামত দিন: