রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

চারঘাট পৌর নির্বাচনে সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ


প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারি ২০২১ ০০:৫৫

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২২:৩২

ছবি: সংগৃহীত

৫ম ধাপে ২৮ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে রাজশাহীর চারঘাট পৌরসভা নির্বাচন। ইতোমধ্যে নির্বাচন সংক্রান্ত প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি ) রাত ৮টা থেকে শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার প্রচারণা। তাই শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা।

এদিকে চারঘাট পৌরসভা নির্বাচনের সব ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। বিশেষ চার স্তরের নিরাপত্তার সঙ্গে থাকছে র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার। যানবাহন চলাচলে বিধি নিষেধের আওতায় আসবে চারঘাট পৌরসভা। নিরাপত্তার চাদরে ঢেকে যাচ্ছে পুরো পৌর শহর। এছাড়া ২৬ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১ মার্চ রাত ১২ টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দা সামিরা জানান, চারঘাট পৌরসভার ১০টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১০টি ভোট কেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। ভোটারদের নিরাপত্তায় প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য থাকবে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‌্যাব ও বিজিবি থাকবে।

চারঘাট পৌরসভায় মেয়র পদে ২ জন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একরামুল হক ও বিএনপির জাকিরুল ইসলাম বিকুল।

এবার চারঘাট পৌরসভার মোট ভোটার ৩০ হাজার ১২৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ১৮ জন ও নারী ভোটার ১৫ হাজার ১১১ জন।

আরপি/ এসআই-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top