রাজশাহী রবিবার, ২৭শে এপ্রিল ২০২৫, ১৫ই বৈশাখ ১৪৩২

বাঘায় ইভটিজিং মামলায় যুবক গ্রেফতার


প্রকাশিত:
২২ ফেব্রুয়ারি ২০২১ ০০:৩৮

আপডেট:
২৭ এপ্রিল ২০২৫ ০৭:৫৮

প্রতিকী ছবি

রাজশাহীর বাঘায় এক গৃহবধুকে ইভটিজিং করার অপরাধে রবিউল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার আটঘরি এলাকা থেকে ঐ যুবককে গ্রেফতার করা হয়।

অভিযোগে জানা গেছে, উপজেলার আটঘরি এলাকার মহির উদ্দিনের পুত্র রবিউল ইসলাম (২২) গত ১৬ ফেব্রুয়ারী সন্ধ্যার পর একই এলাকার এক গৃহবধুকে রাস্তায় একা পেয়ে তার শাড়ির অঁচল এবং হাত ধরে টানা-হেচড়া করে। এ সময় ঐ গৃহবধুর চিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়।
পরক্ষণে ঐ গৃহবধু তার স্বামীকে সাথে করে বাঘা থানায় এসে রবিউল ইসলাম নামে ইভটিজিং মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে শনিবার ২০-ফেব্রুয়ারী সন্ধ্যায় ঐ যুবককে আটক করে পুলিশ।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)নজরুল ইসলাম জানান, গ্রেফতার রবিউল ইসলামকে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরপি/ এসআই-৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top