রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহী কলেজ শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে মানববন্ধন


প্রকাশিত:
২১ ফেব্রুয়ারি ২০২১ ০২:১২

আপডেট:
২১ ফেব্রুয়ারি ২০২১ ০২:৩৯

ছবি: সংগৃহীত

রাজশাহী কলেজের মেধাবী ছাত্র শাফিকুল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মোহনপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২০ ফেব্রয়ারি) বেলা ১১ টার দিকে মোহনপুর উপজেলার কাঁমারপাড়া বাজারে এলাকাবাসী এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, রায়ঘাটি ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, সাবেক চেয়ারম্যান ওসমান গনি, ইউপি সদস্য আবুল খায়ের, যুবলীগের সাধারণ সম্পাদক আয়েজ উদ্দিনসহ পাঁচ শতাধিক নারী ও পুরুষরা।এসময় হত্যা কারীদের দ্রুত বিচার ও হত্যার সঙ্গে জড়িতদের তদন্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি দিবাগত রাতে কৌশলে উপজেলার টাংগন গ্রামে শফিকুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করা হয়। পরে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

আরপি/ এসআই-১৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top