রাজশাহী রবিবার, ২৭শে এপ্রিল ২০২৫, ১৫ই বৈশাখ ১৪৩২

বাঘায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২১ ২৩:১০

আপডেট:
২৭ এপ্রিল ২০২৫ ০৮:১৩

ছবি প্রতিনিধি

রাজশাহীর বাঘায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি'র বিরুদ্ধে অশালীন, মিথ্যা, ষড়যন্ত্র মূলক বক্তব্য দেয়ায় জেলা বিএনপি'র আহবায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় বাঘা উচ্চ বিদ্যালয়ের সামনে উপজেলা আ.লীগের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সা‌দিক কবীরের পরিচালানায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, আ.লীগ নেতা মাসুদ রানা তিলু, ফাতেমা মাসুদ, কামাল হোসেন, আবদুল কুদ্দুস সরকার, মামুন হোসেন, শহীদুজ্জামান, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম, মেরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, শফিকুর রহমান, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম রবি, যুবলীগ নেতা কামরুজ্জামান, মোকাদ্দেস আলী, শাহিন আলম, কামরুল হাসান জুয়েল, ছাত্রলীগ নেতা সোহানুর রহমান, নাজমুল হোসেন, সৈনিক লীগ নেতা আনোয়ার হোসেন মিল্টন প্রমুখ।

উপজেলা আ.লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নারী পুরুষ বাঘা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল ঝাড়ু মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে বাঘা উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা বিএনপি'র আহবায়ক আবু সাইদ চাঁদের কুশপুত্তলিকা দাহ করা হয়।

আরপি/ এসআই-২



আপনার মূল্যবান মতামত দিন:

Top