এবার ধান কাঁটতে মাঠে নামলেন একদল নারী

এবার গোপালগঞ্জ কোটালীপাড়ায় ধান কাটতে মাঠে নেমেছেন একদল নারী। ৩০ সদস্যের ওই ধান কাটা নারী শ্রমিক আনুষ্ঠানিকভাবে আজ (৪মে) সোমবার থেকে জমির ধান কাটা শুরু করেছেন।
করোনা পরিস্থিতির কারণে বিভিন্ন জেলা থেকে শ্রমিক না আসতে পারায় ধান কাঁটা নিয়ে সংকটে পড়েছে কৃষক। আর কৃষকের ধান ঘরে তুলতে উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহাফুজুর রহমান নিয়েছেন ব্যতিক্রমী এক উদ্যোগ।
'চাষীর হাসি সেল' নামে একটি ফেসবুক পেজে শ্রমিকদের রেজিস্ট্রেশন শুরু করেছেন তিনি। যারা তালিকাভুক্ত হবেন তারা কৃষকের ধান কাটবেন।
কোটালীপাড়া উপজেলার বাগান উত্তর পাড়া গ্রামের শিলা বাড়ৈর নেত্রীত্বে ৩০ জন নারী 'চাষীর হাসি সেল' এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করে ধান কাটা শুরু করেন।
এ সময় কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ মিলন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডে, উপ-সহকারী কৃষি অফিসার বিকাশ সরকার উপস্থিত ছিলেন।
আর পি/ এম আই
আপনার মূল্যবান মতামত দিন: