রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


শুক্রবার রাজশাহীর বাজারদর যেমন ছিল


প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২০ ২৩:২২

আপডেট:
১২ জানুয়ারী ২০২০ ০২:১০

ছবি: রাজশাহীর সাহেব বাজার থেকে তোলা

মুজিববর্ষ উপলক্ষে রাজশাহীর বাজারে ফিরেছে স্বস্তি। আসতে শুরু করেছে নতুন পেঁয়াজ। পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী প্রবণতা হ্রাস পেতে শুরু করেছে। কাঁচাবাজারগুলোতে ও বিভিন্ন শাক-সবজির দাম কিছুটা কমেছে ।

গতকাল শুক্রবার নগরীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। এদিকে দ্রব্যের দাম কমে আসায় সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।
ফুলকপি কেজি প্রতি ২০ টাকা। যা গত সপ্তাহে ছিলো ৪০ টাকা। বাধাকপি ১৫-২০ টাকা পিস, দেশি শিম ৩০ টাকা। গত সপ্তাহে ছিলো ৫০-৬০টাকা। মুলা ৫-১০ টাকা। গত সপ্তাহে ২০-২৫টাকা দরে বিক্রি হয়েছে।

এছাড়াও প্রতিকেজি আলু ২০-৩০ টাকা, পটল ৫৫-৬০ টাকা, বেগুন ৩০ টাকা, করলা ৮০ টাকা, পেঁপে ২০-২৫ টাকা, লাউ ২৫-৩০ টাকা, জালি কুমড়ো ২৫-৩০ টাকা পিস, কলা ১৫- ২০ টাকা হালি, কাকরোল ৩৫-৪০ টাকা, গাজর ১৫-২০ টাকা, শশা ৩৫-৪০ টাকা ও মিষ্টি কুমড়া ৩০-৪০ টাকা দরে বিক্রি হয়েছে।

লাল শাক, সবুজ শাক, কলমি শাকসহ প্রায় সবধরনের শাক বিক্রি হয়েছে ১৫-২০ টাকা দরে। অন্যদিকে, রসুন ১৬০-১৮০ টাকা, আদা ১৬০-২০০ টাকা, প্রতিহালি সাদা ডিম ২৮ টাকা ও লাল ডিম ৩২ টাকা দরে বিক্রি হয়েছে।

এছাড়াও ভোজ্য তেলের মধ্যে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৮০-৯০ টাকা, বোতলজাত তেল ১০০ টাকার মধ্যে বিক্রি হয়েছে।
রকমভেদে মাছের বাজারে দাম উঠানামা করতে দেখা গেছে। ইলিশ ৬০০-৮০০টাকা, মিড়কা ১৩০-১৪০ টাকা, আইখোড় ৪০০টাকা, শিং ৬৫০-৭০০টাকা, বাটা ২০০ টাকা, কালবাউস ২৪০ টাকা, টেংড়া ৪০০-৪৫০ টাকা, সিলভার কার্প রকমভেদে ১৪০-২২০ টাকা, পাঙ্গাশ ১২০-১৩০ টাকা, চিংড়ি ও গলদা চিংড়ি ৫৫০-৬৫০ টাকা, পাবদা ৪০০-৪৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়াও রুই মাছ ওজনভেদে প্রতিকেজি ২৪০-৪৫০ টাকা, কাতল রকমভেদে ২৬০-৩৫০ টাকা, তেলাপুয়া ১৩০-১৪০ টাকা, কৈ ১৪০ টাকা, শিং ৬৮০-৭০০ টাকা, ট্যাংরা ৪৮০-৫০০ টাকা ও বোয়াল ৫০০-৬০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।
বাজারে প্রতিকেজি গরুর মাংস ৫০০-৫৫০ টাকা, খাঁশি ৭০০-৭৫০ টাকা, পোল্ট্রি ১১০-১১৫ টাকা, হাঁস ২৭০ টাকা, সাদা লেয়ার ১৬০ টাকা, সোনালী মুরগি ১৯০ টাকা ও দেশি মুরগি ৩৬০ টাকা দরে বিক্রি হয়েছে।

এদিকে চালের বাজারে প্রতিকেজি মিনিকেট ৫০ টাকা, আটাশ ৪০-৪৫ টাকা, জিরাশাল ৪৫-৫০ টাকা, বাসমতি ৫৫-৬০ টাকা, কাটারিভোগ সিদ্ধ ৭৫টাকা, মিনিকেট ৫০-৫৫টাকা, বাসমতি ৫৫-৬০টাকা, পায়জাম ৬০টাকা, কালোজিরা ৮৫ টাকা, স্বর্ণা ৩০-৩৫ টাকা, কালজিরা পোলাও ৮০-৯০ টাকা ও চিনিগুড়া আতপ ৯০ টাকা দরে বিক্রি হয়েছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top