ভোলাহাটে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ
ভোলাহাটে কৃষি প্রণোদনা প্যাকেজ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। এসময় প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি মাসকলাই, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে মাসকলাইয়ের আবাদ ও উৎপাদান বৃদ্ধির লক্ষ্যে এসব বিতরণ করা হয়।
আরও পড়ুন: অসময়ের তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গরীবুল্লাহ দবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলীসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং কৃষকরা উপস্থিত ছিলেন।
আরপি/এসআর-০৭
বিষয়: প্রণোদনা
আপনার মূল্যবান মতামত দিন: