রাজশাহী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


বাঘায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ


প্রকাশিত:
১৫ আগস্ট ২০২৩ ০০:৪০

আপডেট:
১৫ আগস্ট ২০২৩ ০০:৫৬

ছবি: রাজশাহী পোস্ট

রাজশাহীর বাঘায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শাহরিয়ার আলম এমপির ভাই সাইফুল ইসলাম বাদল। 

সোমবার (১৪ আগস্ট) বিকাল ৩টায় বাঘা রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই গাছের চারা বিতরণ করা হয়।

ভ্যারাসিটি সিডলিং কো-অপারেটিভ সোসাইটির আয়োজনে বাঘা রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও বাঘা মডেল উচ্চ বিদ্যালয় এবং কালিদাসখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাইয়ের সহযোগিতায় নিম, কাঠাল, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ৩ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, ভ্যারাসিটি সিডলিং কো-অপারেটিভ সোসাইটির পরিচালক ড. আবদুস সালাম লাভলু, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান, বাবুল ইসলাম, রবীন্দ্রনাথ প্রামানিক, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, মনিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাঘা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সুবীর দত্ত প্রমুখ।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাই সাইফুল ইসলাম বাদলসহ অতিথিরা রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে একটি কাঁঠাল গাছের চারা রোপণ করেন।

 

আরপি/এসআর-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top