রাজশাহী বুধবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫, ৭ই ফাল্গুন ১৪৩১


১১ দফা দাবিতে

রাজশাহীতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ-সমাবেশ


প্রকাশিত:
২৬ নভেম্বর ২০১৯ ০৬:৩৪

আপডেট:
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৩৬

ছবি: ১১ দফা দাবিতে রাজশাহীতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ মিছিল

জাতীয় মঞ্জুরী কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাটকল শ্রমিকরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাটকল শ্রমিকরা আজ সোমবার সকালে কাটাখালী জুটমিলের মেইন গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।এরপর জুট মিলের গেটে ঘন্টব্যাপী অবস্থান নিয়ে বিক্ষোভ সামবেশ কর্মসূচি পালন করেন।

এসময় তারা জাতীয় মঞ্জুরী কমিশন বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারীর সিদ্ধান্ত বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পি.এফ. গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফা দাবি তুলে ধরেন।

রাজশাহী পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে এদিন কর্মসূচিতে সাধারণ সম্পাদক শামীম হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাক হোসেন, সহ-সভাপতি আব্দুল আলীম, মাসুদ রানাসহ অন্যান্য পাটকল শ্রমিকরা উপস্থিত ছিলেন।

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top