রহস্যজনক আগুনে ১০ একর জমির আখ পুড়ে ছাই
ছবি: আখ ক্ষেতে আগুন
নাটোরের লালপুরে রহস্যজনক আগুনে ১০ একর জমির আখ পুড়ে গেছে। বুধবার দুপুরে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের পশ্চিম পাশের জমিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ৪ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর কর্মীরা। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
স্থানীয়রা ও মিল কর্তৃপক্ষ জানায়, নর্থ বেঙ্গল সুগার মিলের নিজস্ব জমির আখ খেতে আগুন এবং ধোঁয়া দেখা দেয়। পরে আগুন পুরো আখ ক্ষেতে ছড়িছে পড়ে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায় দমকল বাহিনী। তবে আকস্মিক আগুনে ১০ একর জমির আখ পুড়ে গেছে।
এবিষয়ে লালপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ সাব্বির আহম্মদ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনি। কিভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ূন কবীর বলেন, সুগার মিলের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এবিষয়ে লালপুর থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
আরপি/এসআর-১৪
বিষয়: লালপুর নর্থ বেঙ্গল সুগার মিল আগুন আখ
আপনার মূল্যবান মতামত দিন: