রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


লালপুরে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ


প্রকাশিত:
২০ নভেম্বর ২০২১ ০৩:৩৩

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১২:০৭

ছবি: কৃষি উপকরণ বিতরণ

নাটোরের লালপুরে ২০২১-২০২২অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় গম, ভুট্টা, সরিষা, মসুর, পেয়াজ ও মুগডাল চাষে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণের কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে শীতকালীন রবি মৌসুমের রাসায়নিক সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকতা আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান লাভলু, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের (একাংশ) সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (একাংশ) রোকনুল ইসলাম লুলু উপস্থিত ছিলেন। এবার উপজেলার ৩ হাজার ৪ শ জনের মাঝে বিনামূল্যে এসব কৃষি উপকরণ প্রদান করা হবে।

 

 

 

আরপি/এসআর-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top