রাজশাহী মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৪ঠা বৈশাখ ১৪৩১


ঘোড়াঘাটে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ


প্রকাশিত:
১২ নভেম্বর ২০২১ ০৪:২৭

আপডেট:
১৬ এপ্রিল ২০২৪ ১৮:১৬

ছবি: বীজ ও সার বিতরণ

দিনাজপুরের ঘোড়াঘাটে ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসনের সহায়তায় এবং কৃষি প্রণোদনার মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানশাহ।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাট এর বাস্তবায়ন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এখলাস হোসেন সরকারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব সরকার, উপজেলা ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান প্রভাষক আব্দুল হামিদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার ৯’শ ৬০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

 

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top