ঘোড়াঘাটে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর ১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস হলরুমে উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহান শাহ’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রুহুল আমিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এখলাছ হোসেন সরকার। অনুষ্ঠানে কৃষকদের ইঁদুর নিধনে উৎসাহিত করার জন্য সর্বোচ্চ ইঁদুর নিধনের লেজ সংগ্রহকারীকে একটি স্মার্ট ফোন পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রায় ৫০ জন কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা ইঁদুর নিধন অভিযান কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহান শাহ একটি ইঁদুর মেরে মাস ব্যাপি ইঁদুর নিধন অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন।
আরপি/এসআর-১১
বিষয়: ঘোড়াঘাট আলোচনা সভা
আপনার মূল্যবান মতামত দিন: