ভোলাহাটে ধানের পোকা দমনে অবহিতকরণ সভা
রোপা আমন ধানের রোগবালাই ও পোকামাকর দমনে মাঠে মাঠে অবহিতকরণ সভা করেছে ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মঙ্গলবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী ভবানীপুর, যাত্রীছাউনী, ফলিমারী মোড়, খালে আলমপুর মোড়ে কৃষকদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঊপস্থিত থেকে বক্তব্য রাখেন, এসএপিপিও মোঃ নূরুজ্জমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাসিরুল ইসলাম, মোঃ আবুল কাশেম. মোঃ মুকুল মিয়া, মোঃ সেলিম রেজা, মোঃ আজমুল আরেফিন, মোসাঃ জেসমিন খাতুন, মোঃ সারোয়ার এ আলম, মোঃ আব্দুল ওয়াহিদ।
এ সময় রোপাআমন ধানের রোগবালাই ও পোকামাড় দমনে কৃষকদের করনীয় বিষয়ে জানানো হয়। চলতি বছরে ৪ হাজার ৪৫০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হচ্ছে ভোলাহাট উপজেলায় বলে জানান বক্তারা।
আরপি/এসআর-০৯
বিষয়: অবহিতকরণ সভা ভোলাহাট
আপনার মূল্যবান মতামত দিন: