রাজশাহী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


বাগমারায় মৎস্য চাষীদের কর্মশালা


প্রকাশিত:
২৯ অক্টোবর ২০১৯ ০৪:২৪

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১৩:৫২

ছবি: মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা

রাজশাহীর বাগমারায় উপজেলায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য চাষীদের সাথে অভিজ্ঞতা বিনিময় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টায়  ২০১৮-১৯ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) মৎস্য অধিদপ্তর অঙ্গ এর আওতায় ইউনিয়ন পর্যায়ে সিআইজি এবং নন সিআইজি মৎস্য চাষীদের অভিজ্ঞতা বিনিময় সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে বক্তব্য দেন, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক হাসান ফেরদৌস সরকার, জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা এলিজা খাতুন, ক্ষেত্র সহকারী কোমল কুমার সরকার, আব্দুল গাফ্ফার প্রমুখ।

উক্ত কর্মশালায় উপজেলার বাসুপাড়া ইউনিয়নের ৬০ জন মৎস্য চাষী অংশগ্রহণ করেন। কিভাবে মৎস্য চাষ করলে দ্রুত লাভবান হওয়া যাবে সে বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হয়। পাশাপাশি অল্প সময়ে এবং কম খরচে অধিক উৎপাদন করা সম্ভব সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top