বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড উলভস দল

১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড উলভস দল। এক মাসের সফরে তারা বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে একটি চার দিনের ও পাঁচটি এক দিনের ম্যাচ ছাড়াও দুটি টি ২০ খেলবে বলে জানা গেছে।
সব ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও ঢাকায়। মঙ্গলবার বিসিবি ২০ সদস্যের বাংলাদেশ প্রাথমিক ইমার্জিং দল ঘোষণা করেছে। ১৮ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছেই চট্টগ্রাম রওয়ানা হবে সফরকারী দল। সেখানে ১৯-২১ ফেব্রুয়ারি তিন দিন র্যাডিসন ব্ল– হোটেলে কোয়ারেন্টিনে থাকবে তারা।
২৬ ফেব্রুয়ারি-১ মার্চ চট্টগ্রামে একমাত্র চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। ৫, ৭ ও ৯ মার্চ বন্দরনগরীতে প্রথম তিনটি একদিনের ম্যাচ। ঢাকায় ফিরে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ১২ ও ১৪ মার্চ শেষ দুটি একদিনের ম্যাচ খেলার পর একই ভেন্যুতে ১৭ ও ১৮ মার্চ দুটি টি ২০ খেলবে সফরকারী দল।
আরপি / এমবি-২
আপনার মূল্যবান মতামত দিন: