মোস্তাফিজে অনুপ্রাণিত শরিফুল ডাক পেয়েছেন জাতীয় দলে
 
                                পঞ্চগড়ের প্রত্যন্ত এক গ্রাম মউমারি, যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি ২০১৫ সালেও।
গ্রামে কারও কাছে রেডিও, টেলিভিশন নেই। থাকার কথাও ছিল না। কারণ বিদ্যুৎই পৌঁছায়নি সেই গ্রামে।
তাতে কী, বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখা বাদ দিতেন না মউমারি গ্রামের কৃষকের সন্তান শরিফুল ইসলাম। ২০১৫ সালে মউমারি বাজারে গিয়ে ভারতের বিপক্ষে মোস্তাফিজের আগুনঝরা বোলিং দেখেন শরিফুল। মোস্তাফিজের ভক্ত হয়ে যান তিনি। জাতীয় দলের কাটার মাস্টারের মতো পেসার হওয়ার স্বপ্নটা তখনই উঁকি দেয় শরিফুলের মনে। জাতীয় দলে খেলার স্বপ্নে বিভোর হয়ে পড়েন।
সেই স্বপ্ন এবার বাস্তবে রূপ নিচ্ছে শরিফুলের। শনিবার ডাক পেয়েছেন জাতীয় দলে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অভিষেক ঘটতে পারে এই তরুণ পেসারের। শরিফুল অবশ্য স্বপ্ন পূরণের সোপানে উঠেছিলেন গত বছরেই। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের তারকা ক্রিকেটার তিনি।
গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের দিনটিতে আনন্দে ভেসেছিল মউমারি বাজার। শনিবার এমনই খুশির বন্যায় ভাসল মউমারি বাজার। শরিফুলের বাবা কৃষক দুলাল মিয়া বাজারজুড়ে মিষ্টি বিলিয়েছেন ছেলে জাতীয় দলে সুযোগ পেয়েছে সেই খুশিতে। গোটা মউমারিতে এ প্রাপ্তির আনন্দে উৎসবের বাতাস বইছে এখনও।
আনন্দে আত্মহারা দুলাল মিয়া গণমাধ্যমকে নিজের প্রতিক্রিয়ায় বলেন, ‘আল্লাহর রহমতে খুব ভালো লাগছে। এতটা খুশি এর আগে হইনি। খুশিতে আমি ভাষাহীন। আমি এখন শুধু সবাইকে মিষ্টি খাওয়াতে পারি। মউমারি বাজারের সবাই খুব খুশি। আমার ছেলের জন্য সবাই দোয়া করছে। আমি ছেলের জন্য গর্ব অনুভব করছি। এখন একটিই দোয়া করি, শরিফুল এমন কিছু করুক, যাতে করে আমাদের গ্রামের মুখ উজ্জ্বল হয়।’
কথা বলার একসময় আপ্লুত কণ্ঠে দুলাল মিয়া বলেন, ‘আমি কৃষক মানুষ, ছেলের স্বপ্ন পূরণ করা আমার জন্য কঠিন ছিল। আমি শুধু তাকে সাহস দিতাম। আমার ছেলেই একক চেষ্টায় আজ জাতীয় দলে সুযোগ পেয়েছে। আমি যতটুকু পারি করেছি। কিছু মানুষ সহযোগিতা করেছে। তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তারা সহযোগিতা না করলে আমার ছেলে হয়তো আজ জাতীয় দলে সুযোগ পেত না।
আরপি/টিএস-০৫
বিষয়: শরিফুল জাতীয় দলে ডাক পেয়েছেন

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: