রাজশাহী রবিবার, ১৩ই অক্টোবর ২০২৪, ২৯শে আশ্বিন ১৪৩১


নেইমারের গোলে লাইপজিগের বিপক্ষে পিএসজির প্রতিশোধ


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২০ ১৬:২৮

আপডেট:
১৩ অক্টোবর ২০২৪ ১৬:৪৭

ছবি: সংগৃহিত

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে দুই দলের আগের সাক্ষাতে লাইপজিগের কাছে ২-১ ব্যবধানে হার দেখেছিলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে ফিরতি দেখায় দলের তারকা ফুটবলার নেইমারের একমাত্র গোলে সেই হারের প্রতিশোধ নিয়েছে পিএসজি।

মঙ্গলবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে পার্ক দে প্রিন্সেসে লাইপজিগকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। ফলে চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে থমাস টুখেলের দল। গ্রুপের শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের সর্বশেষ ম্যাচেও ইস্তানবুল বাসাকসেহিরকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া ম্যানইউয়ের পয়েন্ট ৯। এদিকে এই ম্যাচ হারলেও পিএসজির সমান ৬ পয়েন্ট লাইপজিগেরও। গোল পার্থক্যে পিছিয়ে তিনে দলটি।

লাইপজিগ-পিএসজি ম্যাচের একমাত্র গোল আসে ম্যাচের ১১ মিনিটের সময়। ডি-বক্সে অ্যাঙ্গেল ডি মারিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি। আর সেখান থেকে সফল স্পট কিকে জয়সূচক একমাত্র গোলটি করেন নেইমার। এই গোল দিয়ে চ্যাম্পিয়নস লিগে চলমান পাঁচ ম্যাচের গোলখরা কাটালেন নেইমার। 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top