রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


এমারসনের ভুলে রিয়াল মাদ্রিদের জয়


প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২০ ১৮:২৬

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৬:৩৪

লা লিগার নতুন মৌসুমে এখনও সমর্থকদের খুশি করাতে পারছে না বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।


নিজেদের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা।

শনিবার রাতে দ্বিতীয় ম্যাচে হারতেই বসেছিল, যদিও পরে বিপক্ষ দলের আত্মঘাতী গোল ও পেনাল্টির ভাগ্যে জয় পেয়েছেন জিদানের শিষ্যরা।

শনিবার রাতে রিয়াল বেটিসের মাঠে ম্যাচের ১৪ মিনিটের সময় তরুণ ফেডরিখ ভালভার্দের গোলে লিড নেয় রিয়াল মাদ্রিদ।

আর ৩৫ মিনিটে গিয়ে সেই গোল শোধ করে দেন আলজেরিয়ান ডিফেন্ডার আইসা মেন্ডি।

এই গোলের দুই মিনিট পরেই লিড নেয় বেটিস। পর্তুগিজ মিডফিল্ডার উইলিয়াম কারভালহোর শটে পরাস্ত হন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বেটিস।

দ্বিতীয়ার্ধে ফিরেই রিয়ালকে একটি গোল উপহার দিয়ে বসেন বেটিসের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এমারসন।

বেনজেমার উদ্দেশ্যে দানি কারভালহোর বল রুখে দিতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন এমারসন। এমারসনের আত্মঘাতী গোলে সমতায় ফেরে রিয়াল।

এর মিনিট বিশেক পর স্বাগতিকদের বিপদ আরও বাড়িয়ে দেন এমারসন। রিয়াল ফরোয়ার্ড লুকা জোভিচকে পেছন থেকে ফাউল করে লাল কার্ড দেখেন এমারসন। মাঠ ছাড়েন ম্যাচের ‘খলনায়ক’। ১০ জনের দলে পরিণত হয় রিয়াল বেটিস। শেষ ২৫ মিনিট দশজনের দল নিয়েই মাদ্রিদের বিপক্ষে লগে যা বেটিস।
৮২ মিনিটে ডি-বক্সের মধ্যে ফেডরিখ ভালভার্দেকে ফাউল করে বসেন মার্ক বার্ত্রা। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সফল স্পটকিকে জয়সূচক গোলটি করেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস।
৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন স্প্যানিশ জায়ান্টরা।

তথ্যসূত্র: গোল ডট কম



আপনার মূল্যবান মতামত দিন:

Top