রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


সৌরভকে নিজের চরকা সামলাতে বললেন রশিদ


প্রকাশিত:
১০ জুলাই ২০২০ ২১:২৮

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ১৯:১৯

ছবি: সংগৃহীত

নানা নাটকের পর অবশেষে বাতিল হয়েছে এবারের এশিয়া কাপ। বৃহস্পতিবার পরবর্তী দুই আসরের আয়োজক দেশের কথা জানিয়ে এবারের এশিয়া কাপ স্থগিতের ঘোষণা দেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এক বিজ্ঞপিতে এসিসি জানায়, এবারের এশিয়া কাপ আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা সংকটের কারণে আসরটি স্থগিত করা হয়েছে। তবে ২০২১ সালে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। আয়োজক দেশ শ্রীলঙ্কা। ২০২২ সালে এশিয়া কাপের আয়োজক হবে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট আলোচনার মাধ্যমে আয়োজক স্বত্ত্ব অদল-বদল করে নিয়েছে।

কিন্তু এর আগের দিন এশিয়া কাপ স্থগিতের বার্তা দেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।

আগ বাড়িয়ে সৌরভের এমন বক্তব্যকে মোটেই ভালোভাবে নেননি পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক রশিদ লতিফ।

ক্ষমতার বাড়াবাড়ির জন্য সৌরভের নিন্দা জানিয়েছেন এই সাবেক পাক তারকা। সৌরভকে একহাত নিয়ে নিজের চরকা সামলাতে বললেন রশিদ।

রশিদ লতিফ বলেন, ‘এশিয়া কাপ হবে কিনা, এ সিদ্ধান্ত নেয়ার কথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। অত্যধিক ক্ষমতা দেখালে তাতে এশিয়ার দেশগুলোর শুধু ক্ষতিই হবে। গাঙ্গুলীর উচিত ভারতের ক্রিকেট ও আইপিএলে মন দেয়া।’

এশিয়া কাপ স্থগিতের খবর এসিসির আগে দেয়ায় সৌরভের ওপর রশিদের আগে চটেছেন পিসিবি মিডিয়া বিভাগের প্রধান সামিউল হাসান।

এমন বক্তব্য দিতে থাকলে সৌরভের কথার আর মূল্য থাকবে না বলে মন্তব্য করেছিলেন তিনি।

তথ্যসূত্র: সামা টিভি, ক্রিক ট্রিবিউন



আপনার মূল্যবান মতামত দিন:

Top