রাজশাহী বুধবার, ১লা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


বিসিবির কর্মচারীদের পাশে ক্রিকেটাররা


প্রকাশিত:
৯ জুন ২০২০ ১৯:৪৩

আপডেট:
১ মে ২০২৪ ০৮:৪৩

ছবি: বাংলাদেশ দলের ক্রিকেটাররা

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিম্ন আয়ের কর্মচারীদের বেশ কষ্টের সময় বিসিবির সাড়ে ৩’শ কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে ক্রিকেটাররা। মাঠকর্মী, ক্লিনার, ড্রাইভারদের আর্থিক সহায়তা দিবে তারা। 

করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারসহ ২৭ ক্রিকেটার ২৫ লাখ টাকা দান করেছিল। সেখানে থেকেই কিছু অর্থ এই সকল কর্মচারীদের দান করছে ক্রিকেটাররা।

দানের এই অর্থ থেকেই ক্রিকেটাররা কিছুদিন আগে ঘূর্ণিঝড় আম্পানে সাতক্ষীরায় উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্তদের পূনর্বাসন ও সুপেয় খাবার পানির ব্যবস্থা করে দিয়েছিল ক্রিকেটাররা। দেশের সব কঠিন সময়ই ক্রিকেটাররা অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। কেউ ব্যক্তিগত উদ্যেগে, আবার অনেক সময় দলীয় উদ্যেগে সহায়তা করে আসছে।

 

আরপি/আআ-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top