রাজশাহী রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


মারধর নয়, তর্কাতর্কি হয়েছে : সাব্বির


প্রকাশিত:
১ জুন ২০২০ ১৭:০০

আপডেট:
১৯ মে ২০২৪ ০১:২৫

ছবি: ক্রিকেটার সাব্বির রহমান

এবার পরিচ্ছন্নতাকর্মীর গায়ে হাত তুলা নিয়ে সমালোাচিত হয়েছেন ক্রিকেটার সাব্বির রহমান। তবে তিনি বলেছেন, কোনো মারধর নয়, তর্কাতর্কি হয়েছে মাত্র।

সাব্বির বলেন, ‘এমন ঘটনা ঘটালে কী শাস্তি হয়, তা আমি কয়েক বছর আগেই জেনেছি। সেটা আমার জীবনের একটা শিক্ষা হয়ে আছে। আমি পরিচ্ছন্নতা কর্মীর গায়ে হাত দিইনি। বিষয়টি অতিরঞ্জিত করা হয়েছে। বরং ওই পরিচ্ছন্নতা কর্মীই আমার সঙ্গে অসৎ আচরণ করেছেন।’

রোববার বিকেলে রাজশাহীতে নিজ বাড়ির সামনে ভ্যান গাড়ি রাখা নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মীকে পিটিয়েছেন বলে অভিযোগ উঠেলে শুরু হয় সমালোচনার ঝড়।

এদিকে পরিচ্ছন্নতাকর্মীরা তার বাসা থেকে ময়লা নিবে না বলে হুশিঁয়ারী দেয়। এরপর বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল-আযীমের কাছে অভিযোগ দেয়া হয়। পরে কাউন্সিলর থানার ওসিকে ফোন করে বিষয়টি মিমাংসা করে দিতে চান।

উল্লেখ্য, এর আগে রাজশাহী বিভাগীয় ‍ক্রিকেট স্টেডিয়ামে দর্শক পেটানোর অভিযোগে ছয় মাসের জন্য জাতীয় দল থেকে বহিষ্কার হয়েছিলেন ক্রিকেটার সাব্বির রহমান।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top