সাবেক তারকা ফুটবলার হেলাল আর নেই
                                বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার গোলাম রাব্বানী হেলাল আর নেই। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন তিনি।(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
হেলাল দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। গেল বৃহস্পতিবার স্ট্রোক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ব্যাংককেও জটিল এ রোগের চিকিৎসা নিয়েছিলেন তিনি।
দেশের ফুটবলে পরিচিত মুখ ছিলেন হেলাল। ১৯৭৫-১৯৮৮ সাল পর্যন্ত ঢাকা আবাহনীর হয়ে মাঠ মাতান এ কিংবদন্তি ফুটবলার। খেলোয়াড়ি জীবন শেষে ঐতিহ্যবাহী ক্লাবটির পরিচালকের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭৮ সালে ঢাকায় এশীয় যুব ফুটবল দলে ছিলেন হেলাল। জাতীয় দলের হয়ে তার অভিষেক ঘটে ১৯৭৯ সালে। মাঝে কিছুটা সময় বিরতি পড়ে। তবে ১৯৮৫ সাল পর্যন্ত লাল-সবুজ জার্সি গায়ে খেলেন তিনি।
১৯৮২ সালে আবাহনী-মোহামেডান ম্যাচে তুমুল গণ্ডগোল হলে আবাহনীর চার ফুটবলারকে জেলে নেয়া হয়। হেলালও ছিলেন তাদের মধ্যে একজন। বাকি তিনজন হলেন- কাজী মো. সালাউদ্দিন, আশরাফ উদ্দিন চুন্নু ও কাজী আনোয়ার।
সবশেষ ২০০৮ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্য হন তিনি।
আরপি/আআ

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: