রাজশাহী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


নতুন অধিনায়ক পোলার্ড


প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৫৫

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০৯:১৩

 

মারকুটে ব্যাটসম্যান কাইরন পোলার্ডকে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে।  ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রিকি স্কেরিট নিজেই ঘোষণা করেছে কাইরন পোলার্ডের নাম।

দীর্ঘদিন জেসন হোল্ডারের ওপর আস্থা রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এবার শুধু সাদা পোশাকের দায়িত্ব তার কাছে রেখে রঙিন পোশাকের নেতৃত্ব তুলে দেয়া হলো অভিজ্ঞ কাইরন পোলার্ডের কাঁধে।

একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতই এলো ঘোষণাটা। প্রায় তিন বছর ধরে কোনো ওয়ানডে ক্রিকেট খেলছেন না পোলার্ড। যদিও টি-টোয়েন্টি দলে রয়েছেন তিনি। অথচ, বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দেয়া হোল্ডারকে সরিয়ে নতুন দায়িত্ব তুলে দেয়া হলো পোলার্ডের হাতে।

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয় গতকাল সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বৈঠকের পরই হঠাৎ করে এই সিদ্ধান্ত নেন স্কেরিট। অধিনায়কের নাম ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, ‘বোর্ড সর্বোচ্চ ফল বের করে আনার জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করে যাচ্ছে।’

পোলার্ডের অধিনায়ক হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট হবে আগামী নভেম্বরে ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। যেখানে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে।

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top