কেবল বাংলাদেশেই আমরা কোনো সমর্থন পাই না : রোহিত

বিশ্বের অন্যসব দেশের মাঠে সমর্থকের উল্লাস-উদ্দীপনার দেখা পেলেও বাংলাদেশের মাটিতে তার ছিটে-ফোঁটাও ভাগ্যে জুটে না ভারতীয় দলের। বাংলাদেশের ক্রিকেট গ্রাউন্ডে ‘ভারত! ভারত!’ স্লোগান দেয়ার মানুষ খুঁজেই পাওয়া যায় না।
এমন সব মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেট তারকা রোহিত শর্মা। শুক্রবার রাতে তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভে যুক্ত হয়ে এ আক্ষেপের কথা জানান রোহিত।
বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের প্রশংসা করে রোহিত বলেন, বাংলাদেশের দর্শকরা কতটা নিবেদিতপ্রাণ তা চোখে পড়ার মতো। ভারতীয় সমর্থকরাও একই ধরনের। যে দেশেই খেলতে যাই না কেন গ্যালারিতে ভারতের সমর্থনে দর্শকদের উল্লাস, চিৎকার শুনি। শুধুমাত্র বাংলাদেশেই আমরা কোনো সমর্থন পাই না। বাংলাদেশেই হয়তো ১০০-২০০ মানুষ থাকে সবমিলিয়ে।
তামিমকে উদ্দেশ্য করে রোহিত বলেন, কিন্তু তোমরা বাংলাদেশে এবং আমরা ভারতের মাঠে যে সমর্থনটা পাই, এটার তুলনা হয় না।
আরপি/ এআর
আপনার মূল্যবান মতামত দিন: