রাজশাহী শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২৩শে চৈত্র ১৪৩১


বাদ পড়ার খবরের মাঝেই আরেক দুঃসংবাদ হাসান আলির


প্রকাশিত:
১৫ মে ২০২০ ০২:৪৯

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৫:৪৮

ছবি: সংগৃহীত

বিপদ যখন আসে, তখন একটার পর একটা আসতেই থাকে। এমনই বিপদের মুখে এখন হাসান আলি। পাকিস্তানি এই পেসার সদ্যই বাদ পড়েছেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে। এরই মধ্যে আরেক দুঃসংবাদ। চোটের কারণে কমপক্ষে ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

সবমিলিয়ে ক্যারিয়ারে বড় এক ধাক্কা পাকিস্তানের ২৫ বছর বয়সী এই পেসারের।২০১৯ সালে পিঠ আর পাঁজরের চোটের কারণে তিন মাস মাঠের বাইরে ছিলেন হাসান আলি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অবশ্য ফিরেছিলেন, কিন্তু এখন সেই পুরোনো চোট আবারও জেগে ওঠেছে।

হাসান আলির সার্বক্ষণিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চোটের ধরণ কি এবং অস্ত্রোপচার করাতে হবে কি না, সেসব বিষয়ে নিশ্চিত হতে চিকিৎসকের পরামর্শ নেবে বোর্ড।

চিকিৎসক যদি অস্ত্রোপচারের পরামর্শ দেন, তবে তাড়াতাড়িই হয়তো শল্যবিদের ছুরির নিচে যেতে চাইবেন হাসান আলি। করোনাভাইরাসের কারণে এখন সব ধরনের খেলাধুলা বন্ধ। যত তাড়াতাড়ি অস্ত্রোপচারটা শেষ করা যাবে, মাঠে ফেরার অপেক্ষাটা তত কমবে।

 

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top