রাজশাহী মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৪, ২রা আশ্বিন ১৪৩১


রাজউকের

কাছ থেকে ৩২ একর জমি চেয়েছে ক্রীড়া মন্ত্রণালয়


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০০

আপডেট:
৯ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০৫

ছবি: সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে থেকে ৩২ একর জমি চেয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। পূর্বাচলে অত্যাধুনিক ক্রীড়া কমপ্লেক্স তৈরির জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে জমি চেয়ে ক্রীড়া মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে।

এর আগে রাজউকের কাছে ৩৭.৫০ একর জমি বরাদ্দ নিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তা এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)র হাতে। ক্রীড়া ফেডারেশনটি সেখানে ক্রিকেট স্টেডিয়াম তৈরি করবে বলে জানা যায়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল জানান, ‘পূর্বাচলে ৩২ একর জমি চেয়ে আমরা ইতোমধ্যেই চিঠি দিয়েছি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে। আমরা আগের ৩৭ একর জমির মধ্যে ১৭ একর চেয়েছিলাম কিন্তু তা আমরা পাইনি।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমরা আলাদা করে অত্যাধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করেছি। যেখানে বিভিন্ন খেলার সুযোগ-সুবিধা থাকবে। উদ্যোগটা প্রাথমিক। জায়গা বরাদ্দ পেলেই জাতীয় ক্রীড়া পরিষদ কীভাবে কমপ্লেক্স নির্মাণ করবে তা চূড়ান্ত পরিকল্পনা করবে। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল জানান ফুটবল, ক্রিকেট, সাঁতার, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, সাইক্লিং, টেনিসসহ গোটাবিশেক খেলার সুযোগ করে দিতে চান এ ক্রীড়া কমপ্লেক্সে তৈরি করা হবে।

তিনি আরও বলেন, ‘আমরা যদি এ কমপ্লেক্স করতে পারি সেখানে ফুটবল, ক্রিকেটের মাঠ থাকবে। অ্যাথলেটিকস ট্র্যাক, সুইমিংপুল, সাইক্লিংয়ের ব্যবস্থা, নারী-পুরুষের জন্য আলাদা হোস্টেল, জিমনেসিয়ামসহ নানা সুযোগ-সুবিধা আমরা রাখব-এ কমপ্লেক্সে। এটা তৈরি হলে অনন্ত ২০ ফেডারেশন তাদের খেলাধুলার কার্যক্রম পরিচালনার জন্য স্থায়ী জায়গা পাবে।’

জায়গা পাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে জাহিদ আহসান রাসেল বলেন, আমরা কী কী করতে চাই এবং কী পরিমাণ জায়গা লাগবে তা জানিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। আমরা প্রাথমিক ভাবে পরিকল্পনা করেছি সেখানে কী কী সুযোগ-সুবিধা রাখা যায়। জায়গা বরাদ্দ পেলে সব কিছু চূড়ান্ত করা হবে।’

 

 

 

আরপি/ এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top