'জুয়াড়িদের বিরুদ্ধে মুখ খুললে ক্যারিয়ারে বেশি দূর যাওয়া যায় না'

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার আকিব জাভেদ বলছেন, ভারত হলো ফিক্সিংয়ের ঘাঁটি। এখান থেকেই ক্রিকেট বিশ্বে ফিক্সিং ছড়ায়।
আকিব জাভেদ বলেন, আইপিএল নিয়ে এর আগেও অনেক প্রশ্ন উঠেছে। আমার মনে হয়, ফিক্সিংয়ের আসল ঘাঁটি ভারত। ওখানেই সব কুখ্যাত জুয়াড়িদের ডেরা। আইপিএলে ফিক্সিং কাণ্ড কতদূর গড়িয়েছিল তা তো আমাদের সবারই জানা।
তিনি আরও বলেন, ক্রিকেটার হিসাবে তিনিও জুয়াড়িদের কাছ থেকে একাধিকবার ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু তিনি কখনও জুয়াড়িদের প্রস্তাব মেনে নেননি। আর সেই জন্য তাকে অনেক মূল্য দিতে হয়েছে।
আকিব বলেন, ওদের প্রস্তাবে সাড়া দিইনি বলেই আমার ক্যারিয়ার অনেক আগে শেষ হয়েছে। এমনকি আমি পাকিস্তান দলের কোচ হতেও পারিনি। আমি জুয়াড়িদের বিরুদ্ধে মুখ খুলেছিলাম। ওদের বিরুদ্ধে মুখ খুললে ক্যারিয়ারে বেশি দূর যাওয়া যায় না।
আরপি / এমবি
আপনার মূল্যবান মতামত দিন: