রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


চট্টগ্রামে

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট শুরু


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০১৯ ২১:৪৬

আপডেট:
৫ সেপ্টেম্বর ২০১৯ ২১:৪৯

ছবি: সংগৃহীত

আফগান- বাংলাদেশ টেস্ট খেলা শুরু হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান।

সংগত কারণেই আফগানদের বিপক্ষে এই টেস্টের জন্য চট্টগ্রামকেই বেছে নেয়া হয়। তাদের বিপক্ষে সাকিব আল হাসানের দল কেমন করে সেটাই দেখার বিষয়।

এ পর্যন্ত আফগানদের দুই উইকেট হারিয়ে সংগ্রহ ৬১ রান। এ মুহূর্তে হাশমতউল্লাহ শহিদির সাথে রানের সংগ্রহে রয়েছেন রহমত শাহ।

আফগানিস্তান নেমেছে চারজন স্পিনার নিয়ে সাথে রশিদ খান নিজেও। সঙ্গে আছেন মোহাম্মদ নবি, তরুণ স্পিনার কায়েস আহমেদ এবং জহির খান। এছাড়া একমাত্র পেসার হিসেবে রয়েছেন ইয়ামিত আহমদজাই। তিনজনের অভিষেক করিয়েছে আফগানরা। কায়েস আহমেদ, জহির খান এবং ইবরাহিম জাদরান।

বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, লিটন দাস (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং নাঈম হাসান।

আফগানিস্তান একাদশ
ইহসানুল্লাহ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবি, আফসার জাজাই (উইকেটরক্ষক), রশিদ খান (অধিনায়ক), ইয়ামিন আহমদজাই, কায়েস আহমেদ, জহির খান।

 

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top