থুতু ফেললেই হলুদ কার্ড!
করোনাভাইরাস বদলে দিয়েছে পুরো বিশ্বকে। বদলে যাচ্ছে খেলাধুলার অনেক নিয়ম কানুনও। ফুটবলে বেশ কয়েকটি নতুন নিয়ম আনার প্রস্তাব করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবার তাদের মেডিকেল কমিটি সাবধান করে দিল থুতুর ব্যাপারেও।
ফুটবলারদের জন্য এটা খুব স্বাভাবিক ব্যাপার। ম্যাচের পুরো সময়টায় তাদের মাঠময় দৌড়াতে হয়, ফলে ঘাম বা থুতু তাদের ফেলতেই হয়। ঘাম তো আর আটকে রাখা যাবে না, তবে থুতু চাইলেই আটকে রাখতে পারেন খেলোয়াড়রা।হয়তো সামনের সময়টায় বাধ্য হয়ে আটকে রাখতেই হবে ফুটবলারদের। কারণ এখন থেকে মাঠে থুতু ফেললে শাস্তি হিসেবে হলুদ কার্ড পেতে পারেন তারা, এমনকি হতে পারেন নিষিদ্ধও।
করোনার কারণেই এমন চিন্তা করছে ফিফা। লালা বা থুতুর মাধ্যমে এই ভাইরাস সহজেই ছড়িয়ে পড়তে পারে। তাই মাঠের মধ্যে মুখে থুতু আসলেই যাতে সেটা ফেলে না দেন ফুটবলাররা, সেজন্য আইন প্রণয়ন করতে পারে ফিফা।
করোনার কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ফুটবল। তাই ভাইরাসের প্রকোপ একটু যেখানে কমে এসেছে, সেখানেই খেলা চালানোর প্রস্তুতি চলছে। ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাব অনুশীলনও শুরু করেছে। তবে এর মধ্যে খেলা যদি শুরু হয়ও, থুতুর ব্যাপারে সতর্ক থাকতে হবে ফুটবলারদের। প্রয়োজনে ফুটবলারদের হলুদ কার্ড দেয়ার পরামর্শ দিলেন ফিফার মেডিকেল কমিটির প্রধান মাইকেল ডি’হগলে।
তিনি বলেন, ‘ফুটবল মাঠে এটা খুব নিয়মিত একটা অভ্যাস। আর এটা মোটেই স্বাস্থ্যকর নয়। তাই যখন ফুটবল আবার শুরু হবে, আমার মনে হয় আমাদের এটা এড়িয়ে চলার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। প্রশ্ন হলো, সেটা সম্ভব হবে কি না।
প্রয়োজনে তারা হলুদ কার্ড দিতে পারেন।’ ডি’হগলে যোগ করেন, ‘এটা (থুতু) অস্বাস্থ্যকর এবং ভাইরাস ছড়ানোর সহজ মাধ্যম। এ কারণে আবারও খেলা শুরুর আগে আমাদের সতর্ক থাকতে হবে। আমি হতাশ করতে চাই না, তবে এই মুহূর্তে আমি কিছুটা শঙ্কিত।’
বিশেষজ্ঞরা মনে করছেন, সাধারণত যেভাবে ফুটবল ম্যাচগুলো হয়, তাতে থুতুর মাধ্যমে এক খেলোয়াড় থেকে আরেক খেলোয়াড়ের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে লড়াইয়ের সময়টায় কোনো খেলোয়াড় যদি লক্ষণবিহীন অবস্থায় থাকেন।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভাইরাসবিদ ডা. ইয়ান ব্রিয়ারলি বলেন, ‘কোনো মানুষ যদি আক্রান্ত হন কিন্তু লক্ষণ প্রকাশ না পায়, অথবা আক্রান্ত হওয়ার পর লক্ষণ প্রকাশ পায়, উভয় অবস্থায়ই ভাইরাস তার গলায় থাকে। থুতুর মাধ্যমে এটা পরিবেশে ছড়িয়ে পড়তে পারে।’
আরপি/ এমবি
বিষয়: থুতু ফেললেই হলুদ কার্ড!

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: