ফিফার
বর্ষসেরা পুরস্কার জিতে রেকর্ড গড়লেন রোনালদো

আবারো দশম পর্তুগিজ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সর্বশেষ সম্মানজনক বার্ষরিক এই পুরস্কারটি দশমবারের মতো হাতে তোলেন দেশটির অধিনায়ক। ২০০৭ সাল থেকেই এই পুরস্কারে আধিপত্য ধরে রেখেছেন রোনালদো। মাঝে শুধু ২০১০ ও ২০১৪ সাল বাদ পড়েছিল। যেবার সিমাও ও পেপে যথাক্রমে এটি ঘরে তোলেন।
গত মৌসুমে বার্সার জার্সি পরে ৫০ ম্যাচে ৫১ গোল করেছিলেন লিওনেল মেসি। বার্সার লা লিগা জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন তিনিই। অন্যদিকে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন নতুন ক্লাব জুভেন্টাসকে সিরি ‘এ’ শিরোপা জেতাতে। শুধু তাই নয়, দেশের জার্সিতে তিনি জয় করেছেন উয়েফা নেশনস লিগও। এক দশকেরও বেশি সময় ধরে বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় এই দুই মহা তারকার নাম যেন অবধারিতভাবেই থাকছে।
আরপি / বি
আপনার মূল্যবান মতামত দিন: