রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


দল থেকে বাদ পড়ে সারারাত কেঁদেছিলেন কোহলি


প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২০ ০২:২৫

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:৩৮

ছবি: সংগৃহীত

দলে সুযোগ না পেয়ে সারারাত কেঁদেছিলেন কোহলি। অনলাইন সেশনে অনুপ্রেরণা জোগাতে নিজের জীবনের গল্প বলতে গিয়ে সে কথাই জানালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টাইনে সকলের মতোই বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ঘরবন্দি জীবন কাটছে এই দম্পতির। কিন্তু কোয়ারেন্টাইনে থাকলেও একটি অনলাইন সেশনে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে নানা গল্প বললেন কোহলি। পেশাদার ক্রিকেটের শুরুর দিকে ভেঙে পড়লে কীভাবে তিনি ঘুরে দাঁড়াতেন সেই গল্পই শোনালেন ভারত অধিনায়ক।

কোহলি বলেন, প্রথমবার রাজ্য ক্রিকেট দল থেকে যখন বাদ যাই আমি, মনে পড়ে আমি অনেক রাত পর্যন্ত কেঁদেছিলাম। কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না, কারণ আমিতো রান করেছিলাম। তারপরেও কেন আমাকে ওই পর্যায়ে সুযোগ দেওয়া হল না।

এখানেই শেষ নয়, বিরাট আরও বলেন, আমি আমার কোচকে টানা দুই ঘণ্টা ধরে জিজ্ঞেস করেছিলাম, আমি কেন সুযোগ পেলাম না? কোনও যুক্তিই আমি খুঁজে পাচ্ছিলাম না। তবে নিজের ভিতরে যদি বিশ্বাস আর জেদ থাকে তাহলে আবার ঘুরে দাঁড়ানোর প্রেরণা খুঁজে পাওয়া যায়।

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top