রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


বেলারুশে আজব ফুটবল গ্যালারিতে নকল দর্শক


প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২০ ১৭:০২

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:১১

 

করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে সব খেলা বন্ধ। কিন্তু বেলারুশ হাঁটছে উল্টোপথে। ইউরোপের দেশটিতে মহাসমারোহে চলছে ফুটবল লিগ। ঘটছে আরও আজব ঘটনা।


সরকারের খামখেয়ালিতে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ থাকলেও করোনার ভয়ে গত সপ্তাহ থেকে মাঠে আসছেন না দর্শক। এরও এক আজব সমাধান বের করে ফেলেছে বেলারুশের সবচেয়ে বিখ্যাত ক্লাব ডায়নামো ব্রেস্ত।


গ্যালারি ভরাতে নকল দর্শকের ব্যবস্থা করেছে তারা। গ্যালারিতে মানবাকৃতির পুতুল বসিয়ে দুর্দিনে দু’পয়সা কামিয়েও নিচ্ছে ব্রেস্ত। ক্লাবের ওয়েবসাইটে প্রতি ম্যাচের জন্য পাঁচগুণ বেশি দামে ভার্চুয়াল টিকিট বিক্রি করছে তারা।


যারা টিকিট কিনছেন, তাদের কাটআউট ছবি বসিয়ে দেয়া হচ্ছে পুতুলের মুখে! ঘরে বসে টিভিতে নিজের সেই ছবি দেখার আকর্ষণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ফুটবলপ্রেমী অনলাইনে টিকিট কিনছেন। পুতুলের গায়ে তাদের পছন্দের জার্সিও থাকছে!

 

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top