রাজশাহী রবিবার, ৩১শে আগস্ট ২০২৫, ১৭ই ভাদ্র ১৪৩২


বাংলাদেশের অবস্থা জানতে ফিফা সভাপতির ফোন


প্রকাশিত:
৮ এপ্রিল ২০২০ ০৬:১৫

আপডেট:
৩১ আগস্ট ২০২৫ ০৬:৩৩

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

 

করোনাভাইরাসের কারণে ফুটবল বিশ্বের প্রায় সব দেশেই খেলা বন্ধ। এই পরিস্থিতিতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সদস্য দেশগুলোর দিকে দৃষ্টি রাখছেন। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফিফা সভাপতি খোঁজ-খবর নিয়েছেন বাংলাদেশের।

ইনফান্তিনো ফোন দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য মাহফুজা আক্তার কিরণকে, যিনি আবার ফিফা কমিটিরও সদস্য।

ফিফা সভাপতির সঙ্গে ফোনে কী কথা হয়েছে, জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে কিরণ বলেছেন, ‘করোনাভাইরাসের প্রভাবে বাংলাদেশ কেমন আছে? এছাড়া আমি ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কেমন আছি, সেটা তিনি জানতে চেয়েছেন। দুস্থদের পাশে যে বাফুফে আছে, এটা শুনে বেশ খুশি হয়েছেন তিনি। এছাড়া ফিফার সঙ্গে যোগাযোগ রাখতে বলেছেন তিনি।’

করোনার কারণে ক্লাবের সঙ্গে বাফুফে নানান দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফিফা সভাপতি আর্থিকভাবে কোনও সহায়তার কথা কি বলেছেন? কিরণ বললেন, ‘করোনাতে সবাই বিপর্যস্ত। ফিফা প্রয়োজন পড়লে যেই সব দেশে সহায়তা দরকার, তা দিতে পারে। তবে এটা নিয়ে আমি কোনও কথা বলিনি। আমাদের সভাপতি কাজী সালাউদ্দিনসহ ভবিষ্যতে এই প্রসঙ্গে কথা বলা যাবে।’

 

 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top