আগামীকাল রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচন

দেশের ক্রীড়াঙ্গনে বরাবরই কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন রাজশাহীর কৃতি সন্তানেরা। এর পেছনে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি রয়েছে প্রশাসনিক কর্মতৎপরতা। রাজশাহীর বিভিন্ন ক্রীড়া সংগঠনগুলো সাংগঠনিক দিক থেকে অন্যান্য জেলার চেয়ে এগিয়ে।
জেলার অন্যতম ক্রীড়া সংগঠন রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশন। চার বছর মেয়াদে এর নির্বাচন আগামীকাল শুক্রবার (২৭ মার্চ) অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার এ্যাভোকেট অঙ্কুর সেন নির্বাচনী তফশিল ঘোষনা করেছেন। নির্বাচনী তফশিল অনুযায়ী বৃহস্পতিবার সকালে খসড়া ভোটার তালিকা ও বিকেলে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।
২০ মার্চ মনোনয়ন পত্র বিতরন ও ২২ মার্চ মনোনয়ন গ্রহন ও বাছাই। এছাড়া ২৩ মার্চ সকালে বৈধ প্রার্থীগনের তালিকা প্রকাশ ও বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন। ২৪ মার্চ প্রতিদ্বন্দী প্রার্থীগনের তালিকা প্রকাশ ও ২৭ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
আরপি/ এএন
আপনার মূল্যবান মতামত দিন: