রাজশাহী শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


টেস্ট র‌্যাংকিংয়ে

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে বেন স্টোকস


প্রকাশিত:
২৯ আগস্ট ২০১৯ ০৫:৩৫

আপডেট:
১৮ মে ২০২৪ ০১:২৬

টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দুইয়ে উঠে আসা স্টোকস। ছবি : সংগৃহীত

হেডিংলিতে বেন স্টোকসের বীরোচিত ইনিংসের প্রভাব এবার টেস্ট র‌্যাংকিংয়েও পড়ল। সাকিব আল হাসানকে টপকে টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দুইয়ে উঠে এসেছেন স্টোকস। অন্যদিকে, ব্যাটিংয়েও ১৫ ধাপ এগিয়ে গেছেন তিনি।

অ্যাশেজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩৫ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন। এছাড়া ম্যাচে নিয়েছেন ৪টি উইকেট। এর সুবাদে এখন স্টোকস টেস্টের দ্বিতীয় সেরা অলরাউন্ডার। তার রেটিং পয়েন্ট ৪১১। এটা অলরাউন্ডার হিসেবে তার ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট। স্টোকসের চেয়ে ১২ রেটিং পয়েন্টে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব। এখানে স্টোকসের দুই ধার অগ্রগতি হয়েছে।

সাকিব এখন শুধু ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে আছেন। টি-টোয়েন্টিতে আছেন দুই নম্বরে। ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত এই ফরম্যাটে সবার ওপরে এখন আছে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের নাম। আর আগের মতোই এই তালিকায় শীর্ষস্থানটা ধরে রেখেছেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। তার রেটিং পয়েন্ট ৪৩৩। চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে ভারতের রবীন্দ্র জাদেজা ও দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিল্যান্ডার।

আরপি বি

 

 

 

 

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top