রাজশাহী রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


ভারতীয় শিবিরে একের পর এক আঘাত


প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২০ ০৪:২৪

আপডেট:
১০ ফেব্রুয়ারি ২০২০ ০৪:২৫

 

শরিফের জোড়া আঘাতে বিধ্বস্ত ভারত। ১৬৮ রানে ৬ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়েছে ভারত। উইকেটই পড়ছিল না ভারতের। কোনোরকমে যশস্বী জসওয়াল ও তিলক ভার্মাকে বিচ্ছিন্ন করেন তানজিম হাসান সাকিব। তিনি ফিরিয়ে দেন তিলককে। এরপর দ্রুত সাফল্য পেল বাংলাদেশ। এবার ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক প্রিয়ম গর্গকে ফিরিয়ে দিলেন রাকিবুল হাসান।

শেষ খবর পর্যন্ত ৩৭ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৪০ রান। সেঞ্চুরির অপেক্ষায় আছেন যশস্বী। ৭৭ রান নিয়ে ক্রিজে রয়েছেন তিনি। তাকে সঙ্গ দিতে এসেছেন ধ্রুব জুয়েল।

আজ রোববার পচেফস্ট্রমে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি। পিচের আর্দ্রতাকে কাজে লাগানোর জন্য এ সিদ্ধান্ত নেন তিনি।

ফলে আগে ব্যাট করতে নামে প্রিয়ম গর্গের ভারত। তবে স্বাভাবিক ছিলেন না দুই ওপেনার যশস্বী জসওয়াল ও দিব্বংশ সাক্সেনা। রান পেতে ধুঁকছিলেন তারা। সেই ধুকধুকানি কাটাতে গিয়েই ধরা খান সাক্সেনা। অভিষেক দাসের বলে মাহমুদুল হাসান জয়কে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

তবে টাইগার যুবাদের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। সময় গড়ানোর সঙ্গে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠে ভারত। তিলক ভার্মাকে নিয়ে এগিয়ে যান যশস্বী। একপর্যায়ে খেলা ধরে ফেলেন তারা। স্বভাবতই বাংলাদেশ বোলারদের শাসাতে থাকেন এ জুটি।

৫০-এর ওপর জুটি গড়ে চোখ রাঙাচ্ছিলেন যশস্বী-তিলক। পথিমধ্যে ফিফটি তুলে নেন যশস্বী। দরিদ্রতার সঙ্গে লড়াই ক্রিকেটার হয়েছেন তিনি। ফুচকা বিক্রির ফাঁকে করতেন অনুশীলন। এবারের টুর্নামেন্টটি দারুণ কাটছে তার। এ নিয়ে ২০২০ আসরে ৪টি ফিফটি পেলেন বাঁহাতি ব্যাটসম্যান।

যশস্বীর ফিফটির পর সেই পথে এগিয়ে যাচ্ছিলেন তিলকও। তবে বাদ সাধেন তানজিম হাসান সাকিব। তার 'বিষদাঁত ভেঙে' দেন তিনি। ফেরার আগে ৩৮ রান তিন নম্বরে নামা ব্যাটসম্যান।

ফাইনালি লড়াইয়ে বাংলাদেশ একাদশে এসেছে এক পরিবর্তন। স্পিনার হাসান মুরাদের বদলে দলে ঢুকেছেন পেসার অভিষেক দাস। তবে অপরিবর্তিত রয়েছে ভারতীয় একাদশ।

যুব বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। পঞ্চমবারের মতো শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে। আর প্রথমবারের মতো বৈশ্বিক ট্রফি জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ।

ভারত একাদশ: যশস্বী জসওয়াল, দিব্বংশ সাক্সেনা, তিলক ভার্মা, প্রিয়ম গর্গ (অধিনায়ক), ধ্রুব জুয়েল, সিদ্ধেশ বীর, অথর্ব আঙ্কোলেকার, রবি বিষ্ণু, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী ও আকাশ সিং।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, আকবর আলি (অধিনায়ক), শামীম হোসেন, রাকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও অভিষেক দাস।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top