রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


আফগানিস্তানকে ভয় পাচ্ছেন সাকিব?


প্রকাশিত:
২৮ আগস্ট ২০১৯ ০৬:৫৯

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১৩:৫৮

সাকিব আল হাসান

রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব-উর-রহমানদের মতো বিশ্বমানের ক্রিকেটারের অসাধারণ কৃতিত্বে বেশ শক্তিশালী আফগানিস্তান দল।।আগামী ৫ সেপ্টেম্বর প্রথমবারের মতো সাদা পোশাকে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।

তবে যেকোনো ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে খেলা বেশ চ্যালেঞ্জিং মনে করেছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।টেস্ট আঙিনায় নবাগত দলটি টাইগার অধিনায়কের সমীহ পাচ্ছে ম্যাচের আগেই।

বিশ্বসেরা এই অলরাউন্ডার মনে করেন, তাদের বিপক্ষে যেকোনো ফরম্যাটে খেলা বেশ চ্যালেঞ্জ। তাদের বেশ কিছু কোয়ালিটি খেলোয়াড় আছে, যারা যেকোনো সময় বিপদ ঘটাতে পারে।আফগানরা সুযোগ পেলেই যেকোনো প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বলে মনে করছেন তিনি।

সাকিব বলেন, সবসময়ই চ্যালেঞ্জ থাকে।২০১৭ সালের জুনে টেস্ট স্ট্যাটাস পায় আফগানিস্তান।তারা দ্রুত উন্নতি করছে।আমাদের উচ্চপর্যায়ের ক্রিকেট খেলতে হবে। দলগত পারফরম্যান্স করতে হবে।লড়াকু আফগানদের বিপক্ষে ব্যক্তিগত দুই-একটি পারফরম্যান্স দিয়ে জেতার সুযোগ খুব বেশি নেই। দল হিসেবে চাঙ্গা থাকতে হবে। খুবই ভালো ক্রিকেট খেলতে হবেও টাইগার অধিনায়কের ভাষ্য। সার্বিক বিচারে দলটিকে হালকাভাবে নেয়ার কারণ দেখছেন না সাকিব।

উল্লেখ্য,গত বছরের জুনে ভারতের বিপক্ষে ক্রিকেটের অভিজাত সংস্করণে অভিষেক হয় আফগানিস্তানের। যদিও সূচনায় বিস্ময় উপহার দিতে পারেননি তারা। অভিষেক ম্যাচে বিরাট কোহলিদের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারেন আফগানরা।তবে নিজেদের দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের দুর্দান্ত জয় তুলে নেয় আফগানরা।

 

আরপি/ আআ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top