রাজশাহী বুধবার, ২৬শে নভেম্বর ২০২৫, ১৩ই অগ্রহায়ণ ১৪৩২


চারদিনের টেস্ট ক্রিকেটের চিন্তা করছে আইসিসি


প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০১৯ ০৫:২৯

আপডেট:
২৬ নভেম্বর ২০২৫ ০৮:৫৩

ফাইল ছবি

একের পর এক পরিবতর্ন আনা হচ্ছে টেস্ট ক্রিকেটে। প্রথমবারের মতো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে বেশিদিন হয়নি। এর আগে দর্শক খরা কাটাতে গোলাপি বলে দিবা-রাত্রির টেস্টের নিয়মও করেছে আইসিসি।


এবার চারদিনের টেস্ট নিয়ে বিবেচনা করছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

২০২৩ সাল থেকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বাধ্যতামূলক অংশ হতে পারে চারদিনের আন্তর্জাতিক টেস্ট। বিষয়টি নিয়ে টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেট বোর্ডগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আইসিসির ক্রিকেট কমিটি।

মূলত ভবিষ্যতে বিশ্ব ক্রিকেট ক্যালান্ডারে চাপ কমানোর জন্য এমন চিন্তা করা হচ্ছে। তবে বিশ্বের ক্রিকেটাররা এখনও ক্রিকেটের ঐতিহাসিক ফরম্যাটে পরিরর্তনের ব্যাপারটি স্বাগত জানায়নি।

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top