রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


তামিমকে ‘মাইনাস’ করেই বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা!


প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩৯

আপডেট:
২৭ সেপ্টেম্বর ২০২৩ ০১:৪১

ফাইল ছবি

দেশের ক্রিকেটে নাটক নতুন মাত্রা পায় গত মধ্যরাতে। সাকিব-তামিম নিয়ে বেশ বিড়ম্বনায় পড়ে ক্রিকেট বোর্ড। গুঞ্জন ওঠে, তামিম থাকছেন না বিশ্বকাপ স্কোয়াডে! সেটাই সত্যি হলো।

চমক থাকলেও হতাশ দেশের ক্রিকেট ভক্তরা। শেষ মুহূর্তে তাতে জায়গা হয়নি তামিম ইকবালের। তাকে ‘মাইনাস’ করেই ঘোষনা হয়েছে বিশ্বকাপ দল। তবে জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে ১৫ সদস্যের এই বিশ্বকাপ দল ঘোষণা করে বিসিবি।

গত জুলাইয়ে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়ায় আবার ফিরে আসেন তিনি। এরপর নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন, পিঠের চোটের কারণে খেলেননি এশিয়া কাপে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফেরেন এই উদ্বোধনী ব্যাটার।

প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হয়ে যাওয়ায় ব্যাটিংয়ে নামতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ৫৮ বলে ৪৪ রান করেন তিনি। এরপর সংবাদ সম্মেলনে এসে পিঠের চোটে অস্বস্তির কথা জানান তিনি। এরপর টিম ম্যানেজম্যান্টকেও নিজের অবস্থার কথা জানান তামিম। তাকে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মাহেদী, তানজিদ তামিম, তানজিম সাকিব, মাহমুদউল্লাহ রিয়াদ।

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top